গাজীপুরের ৫টি আসনেই জয় পেয়েছে নৌকা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে মহাজোট প্রার্থীরা। সবচেয়ে বেশী ব্যবধানে জয়ী হয়েছেন গাজীপুর-১ আসনের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি ৩ লক্ষাধিক ভোটে হারিয়েছেন বিএনপির হেভিওয়েট তানভীর আহমেদ সিদ্দিকীকে।
রোববার ভোটগ্রহণের পর মধ্যরাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেসরকারি ফল ঘোষণা করা হয়। এতে দেখা গেছে, গাজীপুর ৫টি আসনে মোট ভোট কেন্দ্র ৯২২টি। এর সবগুলোর ফলই প্রকাশ করা হয়েছে।
গাজীপুর-১ আসন
মোট ভোট কেন্দ্র-২৩৬
প্রাপ্ত ভোট কেন্দ্র- ২৩৬
নৌকা আ. ক. ম মোজাম্মেল হক ৪,০১,৫৩৬ ভোট
ধানের শীষ চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকী ৯২,৪১০ ভোট।
গাজীপুর-২ আসন
এই আসনেও আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল প্রতিদ্বন্দ্বী সালাহউদ্দিন সরকারকে ৩ লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
মোট ভোট কেন্দ্র-২৭০
প্রাপ্ত ভোট কেন্দ্র- ২৭০
নৌকা- মো. জাহিদ আহসান রাসেল =৪,১২,১৪০
ধান- মো. সালাউদ্দিন সরকার = ১,০১,০৪০
গাজীপুর-৩ আসন
এই আসনে আওয়ামী লীগের নবীন প্রার্থী ইকবাল হোসেন সবুজ প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ইকবাল সিদ্দিকীকে আড়াই লক্ষাধিক ভোটে হারিয়েছেন।
মোট ভোট কেন্দ্র-১৬৯
প্রাপ্ত ভোট কেন্দ্র- ১৬৯
নৌকা- মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ= ৩,৪৩,৩২০
ধান- ইকবাল সিদ্দিকী =৩৭,৭৮৬
গাজীপুর-৪ আসন
এই আসনে নৌকার সিমিন হোসেন রিমি ধানের শীষের শাহ রিয়াজুল হান্নানকে পৌনে দুই লক্ষাধিক ভোটে হারিয়েছেন।
মোট ভোট কেন্দ্র-১১৯
প্রাপ্ত ভোট কেন্দ্র- ১১৯
নৌকা- সিমিন হোসেন রিমি= ২,০৩,২৫৮
ধানের শীষ শাহ্ রিয়াজুল হান্নান= ১৮,৫৮২
গাজীপুর-৫ আসন
এই আসনে মেহের আফরোজ চুমকি প্রতিদ্বন্দ্বী কারাবন্দি ফজলুল হক মিলনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।তবে ফজলুল হক মিলনের পক্ষে তার স্ত্রী দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মোট ভোট কেন্দ্র- ১২৮
প্রাপ্ত ভোট কেন্দ্র- ১২৮
নৌকা- মেহের আফরোজ চুমকি= ২০৭৬৯৯
ধান- এ,কে,এম ফজলুল হক মিলন=২৭,৯৭৬