কালীগঞ্জের মাদক ব্যবসায়ী মাসুমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : তিন লিটার চোলাই মদসহ কালীগঞ্জ বাইপাস মোড় এলাকা থেকে মাদক ব্যবসায়ী আনিছুজ্জামান ওরফে মাসুমকে (২৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের সফিউদ্দিনের ছেলে।
শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম) নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমীনুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার (ওসি) ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে পরিদর্শক মনিরুজ্জামান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয়কালে কালীগঞ্জ বাইপাস মোড় এলাকা থেকে তিন লিটার ‘চোলাই মদ’সহ মাদক ব্যবসায়ী আনিছুজ্জামান ওরোফে মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।
এঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই কবির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুমের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।