রাশিয়ায় গুপ্তচর সন্দেহে মার্কিন নাগরিক আটক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গুপ্তচর সন্দেহে রাশিয়ার রাজধানী মস্কোতে আটক করেছে সে দেশের সরকারি গোয়েন্দা সংস্থা এফএসবি।

সোমবারে রাশিয়ার সরকারি গোয়েন্দা সংস্থা এফএসবি’র সূত্র জানায়, ২৮শে ডিসেম্বর রাজধানী মস্কোতে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে উঠেছে গুপ্তচরবৃত্তির অভিযোগ।

এ বিষয়ে আর কোনো তথ্য না দিলেও এফএসবি জানিয়েছে, একটি ‘গুপ্ত অভিযান’ চলাকালীন গ্রেপ্তার করা হয়েছে মার্কিন ওই নাগরিককে। রাশিয়ার আইনের ২৭৬ ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে, যার ফলে ২০ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে তাকে।

রাশিয়ার সরকারি সংবাদসংস্থা ‘টাস’ জানিয়েছে, আটক করা মার্কিন নাগরিকের নাম পল হুয়েলান। তবে মস্কোর মার্কিন দূতাবাস এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৪ সালে ক্রাইমিয়া সংকটের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। সেই থেকে একে অন্যের বিরুদ্ধে একাধিক গুপ্ত অভিযানের অভিযোগ তুলেছে মস্কো ও ওয়াশিংটন।

বর্তমানে, ২০১৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার নাক গলানো নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে। কিন্তু কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে, একের পর এক মার্কিন ও রাশিয়ান নাগরিক দুই দেশে গ্রেপ্তার হচ্ছেন গুপ্তচরবৃত্তির অভিযোগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button