ক্যাসিনোর টাকা দলের পেছনেই খরচ করতো সম্রাট : স্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ক্যাসিনো চালিয়ে দলের পেছনেই ওই অর্থ খরচ করতো সম্রাট, অবৈধ অর্থ কখনই পরিবারের পেছনে ব্যয় করেননি তিনি- এমনটাই দাবি করেছেন সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী।
৬ অক্টোবর, রবিবার বিকেলে মহাখালী ডিওএইচএস এলাকার ২৯ নং রোডের ৩৯২ নম্বর ভবনের তৃতীয় তলায় র্যাব-২ অভিযান চালানোর পর সাংবাদিকদের এসব কথা জানান সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী। তিনি আরো বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সম্রাটের ক্যাসিনোর বিষয়টি সম্প্রতি টের পেয়েছি। এই পথে আয় করা অবৈধ অর্থ সে দলের নেতাকর্মীদের পেছনে খরচ করেছে।’
র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘এই বাসায় আটককৃত সম্রাটের দ্বিতীয় স্ত্রী থাকেন এমন তথ্য পেয়ে আমরা এখানে অভিযানে আসি। কিন্ত তল্লাশী চালিয়ে এখানে জব্দ করার মতো কিছু পাওয়া যায়নি।’
এর আগে রবিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে আটক করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে। পরে তাকে নিয়ে রাজধানীর কাকরাইলে তার কার্যালয় এবং শান্তিনগরে তার বাসায় অভিযান চালায় র্যাব।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিলেন যুবলীগ নেতা সম্রাট। ক্লাবগুলোতে অভিযানকালীন সময় কাকরাইলের নিজস্ব কার্যালয়ে ৬ দিন করেছিলেন তিনি। পরে অন্যত্র সরে যান।