ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবিএম মহিউদ্দিন জানান, রাতে গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বাগেরহাট থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।