শ্রীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের টেপিরবাড়ী বাজার এলাকায় আঞ্চলিক সড়কে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আবুল খায়ের (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া পাঁচজন আহত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবুল খায়ের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পাড়াগাতাশি গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
আহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের সুমন (২৯), একই জেলার হালুয়াঘাট উপজেলার শফিকুল ইসলাম (৪০), নান্দাইল উপজেলার কাজিম উদ্দিন (৩৫), শাহজাহান (৪০) এবং অপর একজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার এসআই মো: মালেক ও স্থানীয়রা জানান, শ্রীপুরের মাওনা থেকে উপজেলার বরমীগামী একটি পিকআপ বেলা ১১টার দিকে টেংরাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে ছয় জন গুরুতর আহত হয়। এ সময় আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবুল খায়েরকে মৃত ঘোষণা করেন।