নেইমারের গোলে জিতল ব্রাজিল
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : ব্রাজিলের বিপক্ষে তুমুল লড়াই জমিয়ে তুলেছিল উরুগুয়ে। সমান তালে লড়ে ম্যাচ নিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। কিন্তু দ্বিতীয়ার্ধ্বের শেষ দিকে পেনাল্টি পেয়ে ব্যবধান গড়ে দেন ব্রাজিল অধিনায়ক নেইমার। বিশ্বকাপ বিপর্যয়ের পর তাই তিতের দলের জয়রথ অব্যাহত রইল।
শুক্রবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লাতিন দুই প্রতিবেশীর লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১-০ গোলে।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল। যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব, আর্জেন্টিনার পর হারালো উরুগুয়েকেও।
খেলায় প্রথম সুযোগ পেয়েছিল ব্রাজিলই। ১৪ মিনিটে একক নৈপুণ্যে ফ্রি কিক আদায় করেন নেইমার। কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। খানিকপর তার শট উড়ে যায় গোলবারের সামান্য উপর দিয়ে।
২২ মিনিটে বার্সেলোনা তারকা লুইস সুয়ারেস এগিয়ে দিতে পারতেন উরুগুয়েকে। তার নেওয়া শট লাফিয়ে বাঁচান অ্যালিসন বেকার। বিরতির পরও সুয়ারেসকে হতাশ করেন লিভারপুল তারকা অ্যালিসন।
৭৬ মিনিটে দানিলোকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় ব্রাজিল। সেখান থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিল অধিনায়ক।
এরপরও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের। ৮৪ মিনিটে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে সহজ গোল করতে পারেননি রির্শালিসন।