কালীগঞ্জে কয়লা ভর্তি ট্রাক খাদে, হেলপার নিহত
গাজীপুর কণ্ঠ : কালীগঞ্জে রবিবার সড়কের পাশের খাদে উল্টে পড়া কয়লা ভর্তি ট্রাকের নীচে চাপা পড়ে ওই ট্রাকের হেলপার নিহত হয়েছে।
নিহতের নাম টিপু শেখ (১৯)। সে রাজবাড়ি জেলা সদর থানার খান খানাপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।
কালীগঞ্জ থানার এসআই মো. মাইন উদ্দিন ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সিলেট থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক রবিবার ভোরে মাদারীপুরের শিবচর যাচ্ছিল। পথে ট্রাকটি ঘোড়াশাল-কালীগঞ্জ-টঙ্গী সড়কের কালীগঞ্জের তুমুলিয়ায় কাপাসিয়া মোড় এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি সড়কের পাশের বিদ্যুতের খুটি ভেঙ্গে খাদের পানিতে পড়ে যায়। এসময় খাদে ট্রাকের নীচে হেলপার টিপু শেখ চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুপুরে চাপা পড়া হেলপারের লাশসহ ট্রাকটি উদ্ধার করে। দূর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রাকটির যান্ত্রিক ত্রুটির কারণে এ দূর্ঘটনা ঘটেছে।