গাজীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ শ্লোগান নিয়ে গাজীপুরে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা বা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিটি কর্পোরেশনের হল রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শিশুদের ঝুঁকিমুক্ত এবং বিশাল জনগোষ্ঠিকে ঝুঁকির বাইরে রাখতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস জাতীয় এই কর্মসূচী বাস্তবায়ন পূর্বক সমন্বয় সভার আয়োজন করে সিটি কর্পোরেশন। এ সময় সরকারি দপ্তর সমূহের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও এনজিও কর্মীরা অংশ নেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মেহেদী হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সুভাশীষ ধর, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ডা: ফারহানা আক্তার, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা: রহমত উল্লাহ ও সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমূখ।