কলেজে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ছাত্রী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কলেজে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে তামান্না আক্তার (১৯) নামে এক ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের মুনশুরপুর (টেকপাড়া) এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত কলেজ ছাত্রী তামান্না কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চৌড়া (ফকির বাড়ি) গ্রামের আইয়ূব আলীর মেয়ে। তামান্না কালীগঞ্জ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিয়ষটি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে কলেজে যাওয়ার পথে রেল সড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী আন্তঃনগর (সোনার বাংলা) ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।