কালিয়াকৈরে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের ঠেঙ্গারবান্ধ এলাকায় অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩২ বছর। তার পড়নে জিন্সের প্যান্ট, ফুলহাতা শার্ট, সোয়েটার ও এক চাদর রয়েছে।
কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক জানান, কালিয়াকৈরের ঠেঙ্গারবান্ধ আঞ্চলিক সড়কের পাশে ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের মাথায় ৮/১০টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে অন্যত্র হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে পালিয়ে গেছে।