র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আমিন শেখ (৪০)। তিনি উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।
র্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় হত্যা, অস্ত্র আইন, ডাকাতিসহ ১১ মামলা রয়েছে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, সদর উপজেলার রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে পালানোর চেষ্টা করে ডাকাতদলের সদস্যরা।
র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে এক বিদেশী পিস্তল, তাজা গুলি, এক রাম দা, এক চাপাতি ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।