টঙ্গীতে ট্রাকের ধাক্কায় এক তরুণী নিহত
গাজীপুর কণ্ঠ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় ট্রাকের ধাক্কায় নাসরিন আক্তার (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন একটি বেসরকারি হাসপাতালের পরীক্ষাগারে চাকরি করতেন। তাঁর বাবার নাম লোকমান হোসেন বাবুল। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর এরশাদ নগরে থাকতেন। গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে গাজীপুরা এলাকার এশিয়া পেট্রলপাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন নাসরিন আক্তার। রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাটিতে পড়ে যান তিনি। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. শফিউল আলম জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী তাঁর মাথা ও নাকে জখমের ফলে রক্তক্ষরণের প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।