রাস্তা করার অজুহাতে ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর: মেয়রকে হাইকোর্টে তলব
গাজীপুর কণ্ঠ ডেস্ক : আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা করার অজুহাতে স্থানীয়দের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করায় নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুলকে তলব করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত আবেদনের শুনানি করে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি মেয়রকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এছাড়া আদালত অবমাননার অভিযোগে নরসিংদীর ডিসি, এসপি, সদর থানার ওসি, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও আদনান সরকার।
আইনজীবী আদনান সরকার বলেন, বাড়ি-ঘর ভাংচুর করায় রিট করলে গত ৬ জানুয়ারি কাজের ওপর স্থিতাবস্থাসহ রুল জারি করেছিলেন হাইকোর্ট। এরপরও মেয়র কাজ অব্যাহত রাখে এবং রিটকারী রঞ্জিত সাহাকে অনবরত হুমকি দেয়। বিষয়টি নজরে আনলে আদালত মেয়রকে তলব করেন।
তিনি বলেন, এর আগেও রাস্তার উন্নয়ন কাজের অজুহাতে মেয়র টাকার জন্য স্থানীয়দের বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে। মূলত টাকা দিতে না পারলেই ভাংচুর করেন তিনি। ওই সব ঘটনায় ৫টি রিট করা হয়। সে সময় আদালত কাজের ওপর নিষেধাজ্ঞা দেন। তবে আদেশ না মানায় তার বিরুদ্ধে ৩টি মামলায় আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা হয়েছে। যা এখন শুনানির অপেক্ষায় রয়েছে।
আরো জানতে…
উচ্চ আদালতের নির্দেশে ‘সড়ক সম্প্রসারণে’ থামতে হচ্ছে সিটি করপোরেশনকে