এপ্রিলে সারাদেশে ‘মুক্তিযোদ্ধা সংসদের’ নির্বাচন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ‘আগামী এপ্রিল মাসে দেশের সকল মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’
শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের সময় মুক্তিযোদ্ধা সমাবেশে এ কথা বলেন তিনি।
রাজাকারের তালিকা প্রকাশ নিয়ে তিনি বলেন, ‘রাজাকারের তালিকা অবশ্যই প্রকাশিত হবে। তবে এই মার্চ মাসে হচ্ছে না। কারণ, এ তালিকা তৈরিতে সকল স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করতে হবে। সেজন্য একটু সময় নিচ্ছি।’
মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “নতুনভাবে যাচাই বাছাইয়ে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে সারা বাংলাদেশে প্রায় ৭০ হাজার আপিল করেছেন। সেই আপিলের ফলাফলই হবে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ তালিকা।
‘কুড়িগ্রামের জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের তথ্য সম্বলিত যে বীরগাঁথা তৈরি করেছেন, তা আমাদের হাতে এসেছে। এটি অত্যন্ত প্রশংসিত হয়েছে। আশা করছি একইভাবে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষিত হবে। সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।