সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর জানাজায় মানুষের ঢল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. রহমত আলী জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জানাজার নামাজে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

নামাজের আগে সদ্য প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্যাহ খান, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মরহুমের ছেলে জামিল হাসান দুর্জয় প্রমুখ।

নামাজের আগে গার্ড অব অনার প্রদান করা হয়। নামাজ শেষে কফিনে গাজীপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাজীপুর জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ‌্য, অ্যাডভোকেট রহমত আলী গত রোববার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button