শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর এক যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় নাহিদ মোড়ল (২৫) নামে মোটরসাইকেল আরোহীর এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের বরমী-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ মোড়ল কাপাসিয়ার ভিটিপাড়ার ফজলু মোড়লের ছেলে। সে মাওনায় একটি পোশাক কারখানার কর্মী ছিলো।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নাহিদসহ তিনজন মোটর সাইকেলযোগে মাওনার দিকে যাচ্ছিলেন। পথে সাতখামাইরের চেরাগআলী মাজারের কাছে সাইকেলটি পৌঁছালে পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নাহিদ মোড়ল নিহত এবং অপর এক আরোহী আহত হন। আহত আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।