তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন খোকন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন আশরাফুল আলম খোকন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) তার পুনর্নিয়োগের গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে চতুর্থ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

আশরাফুল আলম খোকন ২০০৯-২০১৪ সরকারের মেয়াদে আট আগস্ট, ২০১৩ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর উপ-সচিব হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৪-২০১৮ এর পুরো মেয়াদেও তিনি একই পদে দায়িত্ব পালন করেন। তার কাজে সন্তুষ্ট হয়ে এবার তৃতীয়বারের মতো নিজের উপ-সচিব হিসেবে নিয়োগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। ছাত্রাবস্থার প্রথম দিকে তিনি সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এরপরে ছাত্রাবস্থাতেই তিনি সাংবাদিকতা শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর যোগ দেন একটি বেসরকারি টেলিভিশনে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হন।

আশরাফুল আলম খোকনের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

 

গেজেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button