একযোগে কালীগঞ্জের ইউএনও এবং এসি-ল্যান্ডের বদলি!
গাজীপুর কণ্ঠ : কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুঃ মুশফিকুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ হোসেনকে একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুই প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়।
৩০ জানুয়ারি উপসচিব আলিয়া মেহর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য খন্দকার মুঃ মুশফিকুর রহমানকে(১৬২৮১) সিনিয়র সহকারী সচিব (বিদ্যুৎ বিভাগ) এ বদলির আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা।
(বিসিএস) ২৭তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৬ সালের ০১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কালীগঞ্জে যোগদান করেছিল।
অপর দিকে ২৯ জানুয়ারি সিনিয়র সহকারী সচিব কে এম আল-আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ হোসেনকে(১৭২৬৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরবর্তী পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।
(বিসিএস) ৩১তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সালের ৩০ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে যোগদান করেছিল।