মুজিব বর্ষ উপলক্ষ্যে ১৭ মার্চ উন্মুক্ত থাকবে সাফারি পার্ক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সবার জন্য উন্মুক্ত থাকবে। ওই দিন দর্শনার্থীরা বিনামূল্যে পার্কে ঢোকার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১০ মার্চ) বঙ্গবন্ধু সাফারি পার্কের কর্মকর্তা তবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ পার্কটি খোলা রাখা হবে। দর্শনার্থীরা বিনামূল্যে পার্কে ঢোকার সুযোগ পাবেন। তবে অন্যান্য ইভেন্ট আগের মতোই টিকেট কেটে দেখতে হবে। এছাড়া, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্কে আলোকসজ্জা ও ১০০ প্রজাতির বিভিন্ন গাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।