উদ্ধার করা ফেনসিডিল-গাঁজা আত্মসাত: শার্শা থানার ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : উদ্ধার করা মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে যশোরের শার্শা থানার ওসি মু. আতাউর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া অন্য সদস্যরা হল থানার এসআই মো. আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল মো. আবদুল মান্নান ও মো. ইকবাল হোসেন।

এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি মু. আতাউর রহমানকে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হল। একই সঙ্গে এসআই মো. আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল মো. আব্দুল মান্নান ও মো. ইকবাল হোসেনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হল।

এ প্রসঙ্গে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম বলেন, মামলার আলামত সংরক্ষণে গাফিলতির অভিযোগে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ সালাউদ্দিন শিকদারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ও ডিআইও-১ এম মশিউর রহমান। তদন্ত কমিটি তিন কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন জমা দিবে।

পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, গত ৫ মার্চ শার্শার কামারবাড়ি মোড়ের হারুনের সেলুনের সামনে থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। এই মামলার আলামত ৪৫০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা আত্মসাৎ করেছেন ওসি ও তার সহযোগীরা। সেই কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button