মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের অধ্যক্ষের ওপর হামলা: পুলিশের গড়িমসি

গাজীপুর কণ্ঠ : মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের ঘটনায় সাধারণ ডায়েরী নিয়ে অষ্পষ্ট বক্তব্য দিচ্ছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম।

অধ্যক্ষ জানান, হুমকির বিষয়ে এর আগেও গত ২২ জানুয়ারী সাধারণ ডায়েরীর (জিডি) আবেদনের পর তা রুজু করেনি শ্রীপুর থানা। অবশেষে ৩১ জানুয়ারী তিনি সপরিবারে হামলার শিকার হন। এসময় তার গাড়ী ভাংচুর করা হয়। বৃহষ্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মাধখলা এলাকায় এ হামলা করে। এসময় গাড়ীতে থাকা তার স্ত্রী, বোন, ভাগিনা ও চালক আহত হন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহষ্পতিবার রাতেই তিনি সাধারণ ডায়েরী লিখে থানায় পাঠান। ওসি না থাকায় রাতে জিডি হয়নি।

অধ্যক্ষ আরো জানান, গত বেশ কিছুদিন যাবত কলেজের চারজন শিক্ষক তাকে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে প্রতিনিয়ত নানাধরনের হুমকি প্রদান করে আসছে। অধ্যক্ষের ছেলেকে অপহরন, সপরিবারে মামলা, হামলা ও নির্যাতন করারও হুমকি দিচ্ছে। তিনি এসব বিষয় গাজীপুরের জেলা প্রশাসক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরীর আবেদন পাওয়া গেছে। তাছাড়া অধ্যক্ষের বিরুদ্ধেও গাড়ী চাপা দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আসলে কোন্টা ঠিক তা তদন্ত করে দেখতে হবে। সাধারণ ডাযেরী রুজু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে হয়েছে, কিন্তু নাম্বারটা দেখে বলতে হবে।

কিন্তু থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেখা রানী জানান, শুক্রবার এ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরী হয়নি।

উল্লেখ্য: বৃহষ্পতিবার অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ তার উত্তরার বাসা থেকে কর্মস্থল কলেজে যাচ্ছিলেন। এসময় মাধখলা এলাকায় মোটরসাইকেলযোগে বেশ কয়েকজন যুবক গাড়ীর গতিরোধ করে। যুবকেরা এসময় গাড়ীর সামনের গ্লাস ভাংচুর ও ডান পাশের দুটি গ্লাসই ভেঙ্গে ফেলে। কৌশলে গাড়ীটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুনবাজার দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। যুবকেরা অস্ত্র উঁচিয়ে গাড়ীর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধাওয়া করে। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে তারা আত্মরক্ষা করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায় দিনের সাংবাদিক।

 

এ সংক্রান্ত আরো জানতে…

মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের অধ্যক্ষের ওপর হামলা: গাড়ী ভাংচুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button