টঙ্গীতে অগ্নিকাণ্ডে পুড়েছে তুলার গুদাম এবং বস্তি
গাজীপুর কণ্ঠ : মহানগরের টঙ্গীর মধ্যআচিরপুর এলাকায় তুলার গুদাম এবং বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের পুড়েছে তুলার ৪টি গুদাম এবং সংলগ্ন বস্তির ১২টি ঘর।
শুক্রবারবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: কবিরুল ইসলাম এবং ওই ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে মধ্যআচিরপুর এলাকায় তুলার গুদামে আগুন লাগে। মুহুর্তেই আগুন পাশাপাশি থাকা অন্য তুলার গুদাম এবং বস্তি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি এবং ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে রাসেদ চৌধুরী, লিয়ন চৌধুরী ও লাভলী আক্তারের মালিকানাধীন তুলার ৪টি গুদাম এবং ১২টি বস্তিঘর পুড়ে গেছে।
আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নির্নয় করা যাবে বলে জানান ফায়ার সর্ভিসের ওই কর্মকর্তা।