স্টেডিয়ামের জন্য পূর্বাচলে ৩৭ একর জমি পেয়েছে বিসিবি
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূর্বাচলে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরির জন্য ৩৭ একর জমি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন বছরের মধ্যে সেখানে আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করবে বিসিবি। শনিবার বিষয়টি গণমাধ্যমকে জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রথমে বিসিবিকে ১৭ একর জমি দিতে চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু বিসিবির চাওয়া ছিল ৩০ একর। দুই পক্ষের মতবিরোধ নিয়ে তাই থেমে ছিল স্টেডিয়ামটির নির্মান কাজ। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিঠি দিয়ে দু পক্ষকে আলোচনায় বসার কথা বলা হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স তৈরির জন্য ৩৭ একর জমি দেওয়া হয় বিসিবিকে।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে পাপন বলেন,‘পূর্বাচলে স্টেডিয়াম তৈরির জন্য ৩৭.৪৯ একর জমি আমরা পেয়েছি (১০ লাখ টাকায়)। সেজন্য বোর্ড মিটিংয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি।’
তৈরির পরিকল্পনা নিয়ে তিনি বলেন,‘আমরা ঠিক করেছি আন্তর্জাতিকভাবে দরপত্র দিব ডিজাইন এবং কনসাল্টেন্সির জন্য। তাদের নির্বাচন করার প্রক্রিয়া নিয়ে আলাপ করেছি। বোর্ডের লোক তো থাকবেই, বাইরের থেকেও বিশেষজ্ঞ এই কমিটিতে অন্তর্ভুক্ত করব। আগামী তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামটা সম্পূর্ণ করতে চাই ‘
তাছাড়া নিজেদের খরচে স্টেডিয়ামটি তৈরি হবে বলেও জানালেন বিসিবি বস। তার কথায়,‘স্টেডিয়ামের পুরোটা করবে বিসিবি। আমরা নিজেরাই করব, নিজ খরচে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। আয়তন বেশি হবে। এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব। যার দর্শক ধারণ ক্ষমতা- মিনিমাম ৫০ হাজার। এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে সব করা হবে। সঙ্গে পাঁচ তারকা মানের একটা হোটেলও সেখানে চাচ্ছি।’