করোনা ভাইরাস, মিজানুল হক
করোনা ভাইরাস
লকরোনা ভাইরাস নাক-মুখ-চোখ দিয়ে ঢুকে শরীরে
অদৃশ্য এ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
তার প্রমান বর্তমান বিশ্বের ১৯৯ দেশে লাশের সারি
যা পুরো বিশ্বের আকাশ বাতাসকে করে ফেলেছে ভারী।
বাংলার মাটিতে এর প্রভাব এখনো ততটা দেয়নি দেখা
সুযোগ হয়তো এখনো আছে প্রতিটি ঘর থেকে দেশ নিরাপদে রাখা।
মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন-করতে হবে মোদের যুদ্ধ
এই যুদ্ধের মূলমন্ত্রই হল-নিজেকে করে রাখা অবরুদ্ধ।
সেই সাথে বার বার হাত মুখ ধুয়ে থাকতে হবে জীবাণুমুক্ত
নয়তো যে কোন সময় হতে পারি করোনা ভাইরাসে আক্রান্ত।
সকলের কাছে অনুরোধ-যুদ্ধে যোগ দিয়ে ঘরের ভিতর থাকি
নিজে, নিজের পরিবার ও দেশকে সবাই মিলে নিরাপদে রাখি।
লাশের মিছিল আর দেখতে চাইনা বঙ্গবন্ধুর সোনার বাংলায়
প্রয়োজনে ৯৯৯-এ কল করলেই পুলিশ পৌছবে আপনার দরজায়।
সরকার এবং জনপ্রতিনিধিরাও প্রয়োজনে আপনার পাশে আছে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এই ঘোষনা দিয়েছে।।
লেখক: এ.কে.এম মিজানুল হক
অফিসার ইনচার্জ
কালীগঞ্জ থানা, গাজীপুর।
এ.কে.এম মিজানুল হকের আরো কবিতা প্রশ্ন