গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বকেয়া বেতনের দাবিতে মহানগরের ভোগড়া বাইপাস ও সাইনবোর্ড এলাকায় তিনটি পোশাক করাখানার শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে।
রোববার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
এক পর্যায়ে কর্তৃপক্ষ ১৬ এপ্রিল তাদের বেতন পরিশোধের আশ্বস দিলে দুপুর ১২ টার দিকে তিনটি কারখানার শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে সাইনবোর্ড ইষ্ট ওয়েষ্ট গ্রুপের পোশাক করখানার শ্রকিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা এক ঘন্টা ওই মহাসড়ক অবস্থানের এক পর্যায়ে মালিকপক্ষ আগামী ১৬ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে বাড়ি ফিরে যায়। প্রায় একই সময় ভোগড়া বাইপাস এলাকার স্টাইলিষ্ট এবং নিউ ইস্ট পোশাক করাখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে একই মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতনও ১৬ এপ্রিল পরিশোধের ঘোষণা দেয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ বলেন, কারখানা কতৃপক্ষ আগামী ১৬ এপ্রিল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।