কালীগঞ্জে ‘মার্কেট বন্ধ ঘোষণার পরও খোলা’ প্রতিবাদে কবিতা
জেগে ওঠো কালীগঞ্জের সাহসী সন্তানেরা!
আজব আর গুজব এখন
বুঝা বড়ই দায়,
ঈদের কেনা কাটা করতে লোকে
কালীগঞ্জ বাজারে যায়!
বন্ধ রাখার ঘোষণা দিয়েই
আবার মার্কেট দিল খুলে,
মুনাফা লোভী মাকড়শারা-
মৃত্যুর দুয়ার দিল খুলে!
গোটা কতক লোভীর হাতে
যুব সমাজ জিম্মি,
করোনা মুক্ত কালীগঞ্জ
হবে কি আর এমনি?
প্রতিবাদ দেখছি ফেসবুকে,
তবুও তারা নাই সুখে,
কালীগঞ্জ যুব সমাজ-
দাঁড়াও এবার রুখে।
ইতিহাস বলে দেয়
ঘুরে দাঁড়াবার পথ,
দৌঁড়ে পালাবে মুনাফাখোর দল
যদি তোমরা এক হও!
কালীগঞ্জ বাঁচানোর
খোলা আছে একটাই পথ,
ভুলে গিয়ে ডর-ভয়-
অন্যায়ের প্রতিবাদে এক হও।
লেখক : লাকী ফ্লোরেন্স কোড়াইয়া
রবিবার
১৭ মে ২০২০
রাত-১০: ১৬ মিনিট