অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে শাহীনুর ইসলাম
গাজীপুর কণ্ঠ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুর ইসলামকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় সোনারগাঁও’র উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুর ইসলামকে(১৬০৭৭) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
(বিসিএস) ২৭ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সালের ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও’র উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছিলেন।
উল্লেখ্য: ২০০৮ সালের ১৬ নভেম্বর তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন। ২০১১ সালের ০২নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। ২০১৩ সালে তিনি গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। তার নিজ জেলা রংপুরে।
এ সংক্রান্ত আরো জানতে………..