গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের দপ্তরে রদবদল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) দপ্তরে রদবদল আনা হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
আদেশে গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট করা হয়েছে। স্বপদে বহাল রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফীন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথকে দায়িত্ব দেয়া হয়েছে (রাজস্ব ও এলএ) শাখার।
এবং সদ্য নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমানকে (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব দেয়া হয়েছে।
আদেশে বলা হয় প্রশাসনিক কাজের সুবিধার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসকদের দায়িত্ব পুনঃবন্টন করা হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে….