গাজীপুর জেলা পরিষদের সদস্য অধ্যাপক এনামুল হকের পিতার ইন্তেকাল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা পরিষদের সদস্য ও গাজীপুর প্রেসক্লাবেক সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হকের পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস ছালাম (৯০) আর নেই (ইন্না লিল্লাহি– রাজেউন)।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত রোগে মহানগরের পশ্চিম জয়দেবপুর এলাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম আব্দুস ছালাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের ভগ্নিপতি। মরহুমের ছেলে অধ্যাপক মাসুদুল হক বাংলাদেশ বেতার’র গাজীপুর প্রতিনিধি।
অধ্যাপক মাসুদুল হক বলেন, তাঁর পিতা আব্দুস ছালাম গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকার হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি আঙ্গুটিয়াচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। শনিবার বিকেল ৩টায় গ্রামের বাড়ি আঙ্গুটিয়াচালা এলাকায় এবং বাদ আছর জেলা শহরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে আব্দুস ছালাম ৪ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।