গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু
গাজীপুর কণ্ঠ : মহানগরের ভোরা মধ্যপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী (৮০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে জয়দেবপুর-কলেরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী ভোরা দক্ষিণপাড়া এলাকার মৃত ফয়েজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিলে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলচালক আলমগীর হোসেন কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের পারাবরথা গ্রামের মৃত আল মাহমুদ মোল্লার ছেলে। অপর আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
নিহতের ছেলে নূরুল হক জানান, তার বাবা ভোরা মধ্যপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটো রিকশার থেকে কমল স্টোরের সামনে নামেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জিএমপি’র সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহতের ঘটনা আমাদের জানা নেই।