মিথুনের অর্থিক লাভ, কর্কট কর্মব্যস্ততায় ক্লান্তবোধ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
চেষ্টায় লাভবান। ইচ্ছে ও চাহিদাগুলিকে নিয়ন্ত্রণ করুন। মেজাজ নিয়ন্ত্রণহীন। প্রেমযোগে সতর্কতার প্রয়োজন। কর্মে প্রশংসিত।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে মতভেদ। জীবিকা ক্ষেত্রে লাভের আশা। প্রেমে নতুন সম্পর্ক। সামাজিক অবস্থানের উন্নতি।
মিথুন: (২২মে – ২১ জুন)
দিনটি উপভোগ্য। আর্থিক লাভ। পরিবারে আনন্দ মুখর পরিবেশ। প্রেম সমস্যার সমাধান। অহংকারী মনোভাব।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মব্যস্ততায় ক্লান্তবোধ। বিরক্ত ও বিধ্বস্ত করে তুলবে। অন্যের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন। প্রেম শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ক্রোধ নিয়ন্ত্রহীন। মতানৈক্য, বিতর্ক ও বিরোধ। প্রিয়জনদের সঙ্গে বাগবিতণ্ডা। প্রেমে জটিলতা। কর্মে শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেম সম্পর্কে উন্নতি। নতুন সম্পর্ক তৈরির ভালো সময়। কর্মে সহকর্মীর সহযোগিতা। ব্যবসায়ে শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়া আজ কঠিন হতে পারে। ইতিবাচকতা মানসিকতা। প্রেম পরিস্থিতি উন্নতির দিকে। মানসিক শান্তি।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মানসিক শান্তি। দাম্পত্য সমস্যার সমাধান। মনের মানুষটির সঙ্গে রোমাঞ্চকর ভ্রমনের পরিকল্পনা। সৃজনশীল কর্মের প্রতি ঝোঁক।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অস্বস্তিকর পরিস্থিতি। কথাবার্তা নিয়ন্ত্রণহীন। কর্মে বিরোধীতা। প্রেমযোগে শুভ ফল পেতে সময় লাগবে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
আর্থিক উন্নতির যোগ। কেনাকাটায় ব্যয়। জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। পরিবারে আনন্দ মুখর পরিবেশ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মে স্বীকৃতি। সৃজনশীলতা ও ভাব প্রকাশ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বিভ্রান্তিকর থাকতে পারেন। প্রিয়জনদের সঙ্গে মনোমালিন্য। ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে বাকবিতন্ডা। প্রেমে সমস্যা।