বুধবারের রাশিফল, তারিখ ১৩/০২/১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পরিশ্রম ও দক্ষতা ঊর্ধ্বতনরা খুশি। পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায় পথ প্রশস্ত। প্রেমে সফলতা।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ব্যবসায় শুভ। পুরনো বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা। নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা। প্রেমের প্রস্তাবের জন্য সময়টি আদর্শ।
মিথুন: (২২মে – ২১ জুন)
ধর্মীয় কাজে মনোনিবেশ। আইনি বিষয়গুলিতে নজরহীন। নতুন কিছু করার দিকেই আজ বেশি ঝোঁক থাকবে। প্রেমে হতাশা
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কাজগুলি পরিকল্পনা মাফিক সম্পন্ন হবে। মানসিক আনন্দিত বোধ। প্রেমে সফলতা। কর্মে আত্মবিশ্বাস। ও উদ্দীপনা বাড়বে।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
নতুন ব্যবসায় কর্মে মনোনিবেশ। নতুন বিনিয়োগ লাভজনক। ব্যবসার আইনি বিষয়গুলিতে নজর দিন। প্রেমে সফলতা।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
মানসিকভাবে উজ্জীবিত বোধ। প্রেম সম্পর্কে সফলতা। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
গৃহের পরিস্থিতি প্রতিকূল। পরিবারের সদস্যর সামান্য অসহযোগিতাতেই বিতর্ক শুরু। দৃঢ়চিত্ত মনোভাব বিষয়গুলিকে আরও জটিল করে তুলবে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পারিবারিক সঙ্গতায় আনন্দবোধ। কর্মে সদ্ভাব শত্রুদের উপর জয় পেতে সাহায্য করবে। ব্যবসায়ে সাফল্য। যাত্রাযোগে বাধা।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মানসিক যন্ত্রণা। কর্মে বাধা। নিষ্ক্রিয় বোধ এবং দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দেবে। প্রিয়জনের সঙ্গে ঝগড়া। প্রেমে বিবাদ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেম নিয়ে মনে চঞ্চলতা জন্ম নিতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণ করলে লাভবান হবেন। শিক্ষায় শুভ। ব্যবসায়ে উন্নতি।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমের সম্পর্কের প্রতি যথেষ্ট যত্নবান থাকুন। অংশীদারী ব্যবসায়ে সাহায্য লাভ। উচ্চাকাঙ্ক্ষী কার্যকলাপ। কর্মে নতুন যোগাযোগ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সামাজিক জনপ্রিয়তা প্রেমের সম্পর্ক তৈরিতে সাহায্য করবে। সম্মান ও জনপ্রিয়তা উদ্দীপ্ত করবে। মনোরম স্থানে ভ্রমন। মানসিক অবস্থার উন্নতি।