গাজীপুরে স্কুলে ক্লাস ও পরীক্ষা নেয়ায় স্কুল মালিককে কারাদণ্ড, ৩ শিক্ষিককে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সরকারি নির্দেশ অমান্য করে স্কুলে ক্লাস ও পরীক্ষা নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে এক স্কুল মালিককে কারাদণ্ড ও তিন স্কুলের শিক্ষিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) সকালে কোনাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে এমন অভিযোগ পেয়ে শনিবার সকাল ৬ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কোনবাড়ীর জরুন এলাকায় জরুন ন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভ ও ক্লাস এইটের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চলমান পাওয়া যায়।

তিনি আরো বলেন, সরকারি নির্দেশ অমান্য করে স্কুলের মালিক ও শিক্ষক করোনা ভয়াবহতা জেনেও শিশুদের জীবন ঝুঁকিতে ফেলায় এবং শিক্ষার্থীদের মধ্যে সংক্রামক ছড়ানোর সুযোগ দেয়ায় দণ্ডবিধির ১৮৬০ এ-র ২৬৯ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ওই স্কুলের মালিক শহিদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুলের শিক্ষিকা দুলালী বেগমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া, একই অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এ-র ২৬৯ ধারায় কোনাবাড়ীর হরিনাচালা এলাকার অরবিট এ- কেয়ার স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা এবং অক্সফোর্ড মাইলস্টোন স্কুলের শিক্ষক রবিন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।

 

আরো জানতে…

শাহীন ক্যাডেট একাডেমীতে পরীক্ষা নেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button