করোনায় মারা গেলেন আইন সচিব নরেন দাস

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিব নরেন দাস মারা গিয়েছেন।

নরেন দাসের একান্ত সচিব তরফদার মাহমুদ রহমান বলেন, ‘স্যার গত ৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার স্ত্রী ও এক কন্যা রয়েছেন। শেষকৃত্যের বিষয়গুলো তারা পারিবারিকভাবে ঠিক করবেন।

এদিকে প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন সচিব জনাব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button