শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। দুই ধাপে নির্বাচিত ৪৯ জনের শপথ পড়ানো হয়।
প্রথম ধাপে স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জনসহ ৪৫ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। তিনি দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির ৪ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মো. আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব আ. ই. ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।