বুধবারের রাশিফল, তারিখ- ২৭/০২/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ভাল কাজ করে সুনাম পেতে পারেন। নতুন বন্ধু পেতে পারেন। ব্যবসায় চাপ বৃদ্ধি। প্রেমের জন্য অশান্তি বৃদ্ধি পেতে পারে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
অপরিচিত ব্যক্তি থেকে সমস্যা আসতে পারে। ব্যবসায় সম্মান ও আর্থিক লাভ বাড়তে পারে। পেটের সমস্যা ভোগান্তি।
মিথুন: (২২মে – ২১ জুন)
প্রিয়জনের ভালবাসা আপনাকে সমৃদ্ধ করবে। শিক্ষায় উচ্চ ব্যক্তির সহযোগিতা। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। যাত্রাযোগে বাধা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দাঁতের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। ব্যবসায় গোপন শত্রু দ্বারা ক্ষতি হতে পারে। প্রেমে আনন্দ। যাত্রাযোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
ব্যবসায় বাড়তি লাভ। নিজের বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা। ঋণ নিতে পারেন। ভ্রমণের আলোচনা। প্রেমযোগ মিশ্র।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অপরের উপকারে সুনাম পাবেন। ব্যবসায় বাধা। মধ্যাহ্নের পর কর্মে শুভ। যাত্রাযোগ শুভ। প্রেমযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো কারণে মনে ভীতি সঞ্চার হতে পারে। ব্যবসার দিকে সময় ভাল নাও যেতে পারে। কর্মে বাধা আসতে পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে। উপহার প্রাপ্তি। প্রেম নিয়ে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বাড়তি ব্যয়।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
রাগের মাত্রা বাড়তে পারে। প্রেমের জন্য বাসায় বিবাদ। ব্যবসায় শুভ ফল পাবেন না। চাকুরীর স্থানে কাজের চাপ বৃদ্ধি।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নিজের মতে চলার জন্য বাসায় বিবাদ। শরীর খারাপের সম্ভাবনা। পিতার সঙ্গে ব্যবসায়িক আলাপ। প্রেমযোগ মিশ্র।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
গান বাজনায় আগ্রহ বৃদ্ধি। শিক্ষায় ভয়ভীতি। দাম্পত্যে বিবাদ। ব্যবসার কারনে ঋণ নিতে পারেন। সম্পত্তি কেনাবেচায় শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আপনার ব্যবহারের প্রিয়জনের মনে আঘাত। ব্যবসা বাড়তি লাভ। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। চিকিৎসা ক্ষাতে ব্যয়। প্রেম শুভ।