শ্রীপুরে এএসপি পরিচয়দানকারী কাওসাকে আটক করেছে পুলিশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)’র এএসপি পরিচয়দানকারী কাওসার (২৮) নামে এক প্রতারককে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। তিনি এক নারীর কাছে নিজেকে এএসপি প্রমাণ করার চেষ্টা করছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে আটক করা হয়।
প্রতারক কাউসার ব্রাহ্মণবাড়িয়া সদরের মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। তার কাছ থেকে গণভবনের একটি পরিচয়পত্র (আইডি কার্ড) এবং বাংলাদেশ পুলিশের লোগো ও বাংলাদেশ পুলিশ লেখাযুক্ত ফিতা জব্দ করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, ‘কাওছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা এলাকায় কর্তব্যরত কনস্টেবলদের কাছে নিজেকে ৩১তম বিসিএস এ গণভবনে পোস্টিং এসবি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দেন। সেসময় তার সঙ্গে এক নারী ছিলেন। ফোনে বিষয়টি তাকে (ওসি) জানানো হলে তাদের পুলিশ বক্সে নিয়ে বসানোর কথা বলি। তাদের আপ্যায়নও করানো হয়।’
ওসি এ আর এম আল মামুন , ‘তার কথাবার্তা ও আচরণ সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি নিজের প্রকৃত পরিচয় স্বীকার করেন। এসময় তার সঙ্গে থাকা ওই নারী কৌশলে সরে পড়েন।’
কাওসার ওই নারীর কাছে নিজেকে এসএসপি প্রমাণ করার জন্য পুলিশ বক্সে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আটক কাওসারকে শ্রীপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলে।