স্নায়ু পীড়া বাড়বে তুলার, মীনের স্ত্রীর আয় বাড়বে
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : দাম্পত্য কলহ দেখা দেবে। বিদেশ ভ্রমণের ভিসা পাওয়া সহজ হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
বৃষ : মনে অতৃপ্তি বিরাজ করবে। স্নায়ু দুর্বলতা ও অলসতা দেখা দেবে। স্বল্প ভ্রমণ ভালোই হবে।
মিথুন : সন্তানের স্বাস্থ্য খারাপ হতে পারে। আয় বাড়বে। সংসারে শান্তি থাকবে।
কর্কট : ঠান্ডাজনিত রোগে স্নায়ু পীড়া বাড়বে। বিদেশ ভ্রমণ যোগ আছে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ : ডায়াবেটিস থেকে সতর্ক থাকুন। আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে।
কন্যা : হৃদরোগে কষ্ট বাড়বে। আয় বাড়বে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে।
তুলা : স্নায়ু পীড়া বাড়বে। বৈদেশিক বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। ব্যবসা উপলক্ষে বিদেশযাত্রা হতে পারে।
বৃশ্চিক : গায়ে ব্যথা থাকলেও দূরদেশ ভ্রমণ যোগ আছে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে।
ধনু : স্নায়ুরোগ থাকলেও অর্থ সঞ্চয়ের সম্ভাবনা থাকবে। স্ত্রীর আয় বাড়বে। পুরনো আশা শেষ পর্যন্ত পূরণ হবে না।
মকর : চর্মরোগ থাকলেও বিদেশে বাণিজ্যে লাভবান হবে। দূরদেশ ভ্রমণ যোগ আছে। কাজের গতি বাড়বে।
কুম্ভ : ঠান্ডা ও স্নায়ুরোগ বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। ধর্মের প্রতি অনুরাগ বাড়বে।
মীন : শরীর খুব ভালো থাকবে না। সন্তানের বিদেশযাত্রা হবে। স্ত্রীর আয় বাড়বে।