‘বাগান বিলাসে’ ভেঙ্গে পড়া ছাদের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহত
গাজীপুর কণ্ঠ : মহানগরের বাঙ্গালগাছ এলাকায় ‘বাগান বিলাস’ নামে একটি বাগান বাড়িতে ভেঙে পড়া ছাদের নিচে চাপা পড়ে ফুল মিয়া (৩০)নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মধ্য উড়িয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি বাঙ্গালগাছ এলাকার মান্নান উকিলের বাড়িতে ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন।
বিষয়টি নিশ্চত করে জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, বাঙ্গালগাছ এলাকায় বাগান বিলাস নামে একটি বাগান বাড়ির সংষ্কার কাজ চলছে। বৃহস্পতিবার দুপরে ৮/১০ জন শ্রমিক ওই বাগান বাড়ির পুকুরের ঘাটলার পুরনো ছাদ ভাঙার কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত ছাদের একাংশ ভেঙ্গে পড়া ছাদের নিচে চাপা পড়ে নির্মাণ শ্রমিক ফুল মিয়া। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পরিবহন ও সৎকারের সব খরচ বাগান বিলাস কর্তৃপক্ষ বহন করবে বলেও জানান তিনি।
বাগান বাড়ির ম্যানেজার জিল্লুর রহমান হিরন জানান, আমরা ১০ জন শ্রমিককে চুক্তিভিত্তিক ওই কাজগুলো করার জন্য নিয়োগ দিয়েছিলাম।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া জানান, স্থাপনাটি ভাঙ্গার পদ্ধতি সঠিক ছিল না তাই এই দুর্ঘটনা ঘটেছে।