হতে হতেও হচ্ছে না ৩৭ বিসিএসের প্রজ্ঞাপন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : একসঙ্গে চলছে ৪টি বিসিএসের কার্যক্রম। এর মধ্যে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সাত মাস পার হলেও নিয়োগ হচ্ছে না। ৩৭তম বিসিএসের চাকরিপ্রার্থীরা বলছেন, একেকটি বিসিএসে দীর্ঘ সময় লেগে যাওয়ায় তারা দুশ্চিন্তায় থাকেন। তারা চান নিয়োগ কার্যক্রম দ্রুত করা হোক।

আর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কিছু কিছু ক্ষেত্রে বাস্তব কারণেই দেরি হয়। আবার পিএসসি চূড়ান্ত সুপারিশ করার পর পুলিশ যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করে নিয়োগ দিতেও দীর্ঘ সময় লেগে যায়।

এবিষয়ে ৩৭ তম বিসিএসের সুপারিশকৃতদের বেশ কয়েকজনের সাথে কথা হয়। তারা বলছে, আমরা ৩৭তম বিসিএসের সুপারিশকৃত ক্যাডারবৃন্দ। ২০১৮ সালের ১২ জুন ৩৭ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি যাতে ১৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়। ইতিমধ্যেই আমাদের পুলিশ ভেরিফিকেশন, ইউএনও ভেরিফিকেশন শেষ হয়েছে, গত নভেম্বরে মেডিকেল টেস্টও সম্পন্ন হয়েছে। ফলাফল প্রকাশের পর এখন ৭ মাস পার হয়ে গেলেও গেজেট প্রকাশ হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলছেন, ৩৭তম বিসিএসের নিয়ে কাজ চলছে। তবে কবে প্রজ্ঞাপন হবে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি।

এদিকে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি। সেই হিসেবে সামনের মাসে এই বিসিএসের বয়স ৩ বছর হবে কিন্তু এখনও তারা চাকরিতে যোগ দিতে পারিনি।

বিগত কয়েকটা বিসিএসের চিত্র-

৩৪ তম বিসিএস: মোট সুপারিশপ্রাপ্ত ক্যাডার ২১৫৯ জন, চূড়ান্ত ফলাফল প্রকাশ- ২৯/০৮/২০১৫, গেজেট প্রকাশ – ১৬/০৫/২০১৬, মধ্যবর্তী সময়- সাড়ে ৮ মাস।

৩৫ তম বিসিএস: মোট সুপারিশপ্রাপ্ত ক্যাডার ২১৫৮ জন, চুড়ান্ত ফলাফল প্রকাশ – ১৭/০৮/২০১৬, গেজেট প্রকাশ – ০২/০৪/২০১৭, মধ্যবর্তী সময়- সাড়ে ৭ মাস।

৩৬ তম বিসিএস: মোট সুপারিশপ্রাপ্ত ক্যাডার ২৩২৩ জন, চুড়ান্ত ফলাফল প্রকাশ- ১৭/১০/২০১৭, গেজেট প্রকাশ – ৩১/০৭/২০১৮, মধ্যবর্তী সময়- সাড়ে ৯ মাস।

৩৭ তম বিসিএস: মোট সুপারিশপ্রাপ্ত ক্যাডার ১৩১৪ জন, চুড়ান্ত ফলাফল প্রকাশ-১২/০৬/২০১৮, গেজেট প্রকাশ -??/ ??/ ????

নাম প্রকাশে অনিচ্ছুক ৩৭তম বিসিএসে সুপারিশ পাওয়া এক প্রার্থী বলেন, কবে নিয়োগ হবে, তা নিয়ে স্বজনেরাও প্রশ্ন করেন। উত্তর দিতে পারেন না। এ নিয়ে হতাশায় আছেন। আমার মতো এমন অনেককেই এই সমস্যায় পড়তে হয়। তাই যত দ্রুত সম্ভব ৩৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button