দুপুরেই ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরতে পারেন উইং কম্যান্ডার অভিনন্দন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে আজ, শুক্রবার মুক্তি দিচ্ছে পাকিস্তান। সূত্রের খবর, এ দিন স্থানীয় সময় দুপুর ২টার দিকে অমৃতসরের ওয়াঘা-আতারি সীমান্তে আনা হবে অভিনন্দনকে। সেখানেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।

সূত্রে আরও জানা যাচ্ছে যে, অভিনন্দনকে প্রথমে রাওয়ালপিণ্ডি থেকে লাহৌরে আনা হবে। সেখানে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)-এর হাতে তুলে দেওয়া হবে বায়ুসেনার এই উইং কম্যান্ডারকে। তার পরে তাঁকে নিয়ে আসা হবে ওয়াঘা-আতারি সীমান্তে।

ইতিমধ্যেই ছেলেকে নিতে অমৃতসরে পৌঁছে গিয়েছেন তাঁর বাবা এয়ার মার্শাল এস বর্তমান ও মা শোভা বর্তমান।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইট করে জানিয়েছেন অমৃতসরের আতারি সীমান্তে অভিনন্দনকে গ্রহণ করতে তিনি নিজে উপস্থিত থাকবেন। টুইটে তিনি লেখেন, “অমৃতসরে আছি। জানতে পেরেছি যে, পাক সরকার অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াঘা সীমান্তে তাঁকে আনা হবে। সীমান্ত থেকে তাঁকে গ্রহণ করা আমার কাছে একটা বড় সম্মানের বিষয়।”

বৃহস্পতিবারই পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, শান্তির বার্তা দিতেই তাঁরা উইং কম্যান্ডারকে মুক্তি দিচ্ছেন। ইমরান তাঁর বক্তব্যে ‘পিস জেসচার’ এই দুটো শব্দ ব্যবহার করেছিলেন। পাকিস্তান যতই এটাকে ‘পিস জেসচার’ বলুন না কেন, বিশেষজ্ঞরা বলছেন, জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মহলের চাপে পড়েই কিন্তু অভিনন্দনকে মুক্তি দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান। সেই সঙ্গে বিশ্ব দরবারে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা নাটক করছেন ইমরান!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button