ফাইনালে বার্সার প্রতিপক্ষ কঠিন, আবার সহজও!

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : কোপা ডেল রে ফাইনাল আগেই নিশ্চিত করেছে বার্সেলোনা। সেমিফাইনালে ‘এল ক্লাসিকো’ দ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্নেস্তো ভালভার্দের দল। কাল রাতে নিশ্চিত হলো ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ দল। অপর সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে ফাইনালে বার্সার মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে লা লিগায় ছয়বারের চ্যাম্পিয়ন দলটি।

স্প্যানিশ এই টুর্নামেন্টের ফাইনালে এবার দিয়ে চতুর্থবারের ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সা। কোপা ডেল রে-র ইতিহাসে রেকর্ডসংখ্যক (৩০) শিরোপাজয়ী দলটি এর মধ্যে দুবার ভ্যালেন্সিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে (১৯৫১ ও ১৯৭১)। ১৯৫৪ সংস্করণের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বার্সা। সবশেষ ২০০৮ সালে কোপা ডেল রে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল ভ্যালেন্সিয়া।

আগামী ২৫ মে সেভিয়ার মাঠ বেনিতো ভিলামারিনে গড়াবে এবারের ফাইনাল। ২০ বছর আগে এই মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রে শিরোপা জয়ের স্মৃতি রয়েছে ভ্যালেন্সিয়ার। এবার লা লিগায় দুবার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েও জিততে পারেনি ভালভার্দের দল। দুটি ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার প্রাণভোমরা লিওনেল মেসির পারফরম্যান্স বরাবরই দুর্দান্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৩১বার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়ে ২৫ গোল করেছেন মেসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button