৫৮ ঘণ্টা পরে অবশেষে ভারতের মাটিতে পা রাখলেন অভিনন্দন
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সব প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতের মাটিতে পা রাখলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। বললেন, “দেশে ফেরত এসে ভাল লাগছে।”
স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ ওয়াঘা সীমান্তে দেখা গেল সেই দৃশ্য। যার জন্য গোটা দেশ ছিল অপেক্ষায়। ৫৮ ঘণ্টা পর ফিরে এলেন অভিনন্দন।
উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিল পাকিস্তান। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাক সেনাদের একটি কনভয়ে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। সেখানে তাঁর এক প্রস্থ মেডিক্যাল চেকআপ হয়। পাক রেঞ্জার্স-এর ‘বিটিং দ্য রিট্রিট’-এর পরই ভারতের হাতে তুলে দেওয়া হল অভিনন্দনকে।
এ দিন সকালে তাঁকে প্রথমে ইসলামাবাদ থেকে লাহৌরে সড়ক পথে নিয়ে আসা হয়। সেখান থেকে বিকেল সাড়ে চারটে নাগাদ নিয়ে আসা হয় ওয়াঘা-অটারী সীমান্তে। অভিনন্দনকে স্বাগত জানাতে বিকেলেই হাজির হন সেনা ও এয়ারফোর্সের শীর্ষ আধিকারিকরা। হাজির হয়েছেন এয়ার ভাইস মার্শাল আর জি কে কপূর। এ দিন সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান।
অভিনন্দনকে অভিনন্দন জানাতে সকাল থেকে ওয়াঘা-অটারী সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সীমান্ত এলাকা। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সীমান্তের এ পারে কখন আসবেন অভিনন্দন।