শ্রীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ সড়কে শ্রীপুরের এমসি বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ জোবায়ের হোসেন (১৭) নামক এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হোসেন ময়মনসিংহের পাগলা থানার লংগাইর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহের কান্দিপাড়া এলাকার আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ বেলালী জানান, জোবায়ের বৃহস্পতিবার সকালে নিজের টিভিএস কোম্পানির মোটরসাইকেলটি সার্ভিসিং করাতে শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকায় গিয়েছিল। সার্ভিসিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়।
মাওনা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন জানান, মাওনা চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহের গ্রামের বাড়িতে ফিরছিলো জোবায়ের। সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকায় পৌঁছালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পেছন থেকে একটি কভার্ডভ্যান জোবায়েরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই জোবায়ের নিহত হন। কভারভ্যানটি পালিয়ে যায়।