শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচনী কার্যক্রম বাতিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর পৌরসভার সাধারণ নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ (৪৫)-এর মৃত্যু হওয়ায় পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচনী কার্যক্রম বাতিল করেছে রিটার্নিং অফিসার। তবে আইন অনুযায়ী নির্ধারিত সময়ে অন্যান্য পদে ভোট গ্রহণ হবে। 

বুধবার (৯ ডিসেম্ব) শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ নির্বাচনী কার্যক্রম বাতিল করে গণবিজ্ঞপ্তি দেন।

এর আগে বুধবার (৯ ডিসেম্ব) বেলা ১১টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শহীদুল্লাহ শহীদ শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

শ্রীপুর পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, “বিএনপির মেয়র প্রার্থী মো. শহিদুল্লাহ শহিদ মারা যাওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচনী বিধিমালা ২০১০ এর বিধি ২০ অনুসারে মেয়র পদের নির্বাচন কার্যক্রম বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী নির্ধারিত সময়ে অন্যান্য পদে ভোট গ্রহণ হবে। ”

আগামী ২৮ ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচনে ভোট হওয়ার কথা রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক রফিকুল ইসলাম বলেন, সংকটাপন্ন অবস্থায় শহীদুল্লাহ শহীদকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বুধবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। শ্রীপুর পৌরসভার বিএনপি মনোনীত একমাত্র মেয়র প্রার্থী ছিলেন তিনি।

পরিবার ও দলীয় সূত্র জানায়, শহীদুল্লাহ শহীদ আগে থেকেই অ্যাজমা ও ডায়াবেটিসে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তার পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা হয়। এর আগে ১৫ নভেম্বর জেলা, উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় বিএনপি থেকে একমাত্র মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হয়।

মো. শহীদুল্লাহ শহিদ ছাড়াও মেয়র পদের অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের মো. আনিছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফরহাদ আহমেদ রফিক মমতাজী।

 

আরো জানতে…

করোনায় শ্রীপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর মৃত্যু

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button