সুবর্ণচরে ‘গ্লানি’ মুছতে ধর্ষিতার আত্মহত্যা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূ (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুম গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার রাতে ওই নারীকে আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবক বাড়িতে ঢুকে ধর্ষণ করেন।
নিহতের পরিবারের ধারণা, ধর্ষণের গ্লানি থেকেই ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধূ শুক্রবার রাতে বাড়িতে একা ছিলেন। এই সুযোগে এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। নারীর আর্তচিৎকারে তার স্বামী ও প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে আলাউদ্দিনকে ধরে ফেলেন।
খবর পেয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বার ও গ্রামের মুরুব্বিরা রাতেই সালিস বৈঠকে ধর্ষক আলাউদ্দিনকে মারধর ও ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
কিন্তু, সালিসের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওই গৃহবধূ। পরে শনিবার ভোরে তিনি বিষপান করেন। পরিবারের লোকজন টের পেয়ে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের শ্বশুর দাবি করেন, গত ২৪ ফেব্রুয়ারি মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হয়। এই নির্বাচনে তার ছেলে (নিহত গৃহবধূর স্বামী) স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ভোট করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের অনুসারি আলাউদ্দিন প্রতিশোধ নিতে তার বউমাকে ধর্ষণ করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার পর তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।