নলজানিতে নির্মাণাধীন ভবনের ৬তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের নলজানি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের কাজ করার সময় ৬তলা থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ থানার বিন্দারচর এলাকার আবু বক্করের ছেলে শাকিব (২৫) ও কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আটিয়াবাড়ী এলাকার সালাম (৪৫)। তারা গাজীপুরে বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নলজানি এলাকায় একটি ৮তলা নির্মাণাধীন ভবনের ৬তলায় লিফটের কাজ করছিল সালাম ও শাকিব। কাজের একপর্যায়ে তারা ৬তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। এসময় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
জিএমপি’র বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওই দুইজন নির্মাণ শ্রমিক মারা যায়। মরদেহ দুটি ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’