মাত্র একজন যাত্রী নিয়ে উড়লো পাকিস্তানি বিমান!
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) রবিবার একজন যাত্রী নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নতুন রেকর্ড স্থাপন করেছে।
এটিকে বিরল ঘটনা উল্লেখ করে গাল্ফ টুডে জানিয়েছে, গুজরাটের ওই যাত্রী পিআইএ-চার্টার্ড হাই-ফ্লাই এ ৩৩০ বিমানে চড়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে পাকিস্তানের ইসলামাবাদে যাত্রা করেন। সাত ঘন্টার ওই যাত্রায় তিনি বিজনেস ক্লাস ক্যাবিনে একাই ছিলেন।
পিআইএ এর মুখপাত্র আব্দুল্লাহ খান জানান, ওই যাত্রীর আবেদনের প্রেক্ষিতে মানবিক দৃষ্টকোণ থেকে সরকার ওই বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়।
উল্লেখ্য, হাই-ফ্লাই এ ৩৩০ সাধারণত ৩৭১ জন যাত্রী নিয়ে ফ্লাইট পরিচালনা করে থাকে। তবে করোনাভাইরাসের চলমান দ্বিতীয় ঢেউ এবং যুক্তরাজ্য থেকে যাত্রীদের জন্য ভ্রমণ বিধিনিষেধের কারণে তারা স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করতে পারছে না।