পরকীয়ার জেরে ইউএনওকে পেটালেন স্ত্রী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পরকীয়ার কারনে ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে রাস্তায় হাতাহাতি হয়েছে তার স্ত্রী আফরোজা পারুলের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা শহীদ মিনারের সামনে আফরোজা পারুল ইউএনওর শার্টের কলার ধরে গাড়ি থেকে টেনে হিচড়ে রাস্তায় নামায়। এরপর দু’জনের মধ্যে বেশকিছুক্ষণ হাতাহাতি চলে। পরে স্থানীয়রা তাদেরকে থামিয়ে দিলে ইউএনও আব্দুল কুদ্দুস স্ত্রীকে নিয়ে বাসায় যান।

স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন, ইউএনও’র সাথে এক উপজেলা নারী কর্মকর্তার পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। ফলে ছয় মাস আগে তিনি পদোন্নতি পেয়ে এডিসি হওয়ার পরেও রিলিজ ওয়র্ডার বন্ধ করিয়ে এখানে রয়ে গেছেন। এর আগে দুই দফা বদলির আদেশ আসার পরও তিনি বোরহানউদ্দিনে ছেড়ে যাননি। ক্ষমতার অপব্যাবহার ও অনিয়মের জন্য বোরহানউদ্দিনে একাধিক বার মানববন্ধন ও প্রতিবাদ হলেও বাব বার বদলি বাতিল করে বোরহানউদ্দিনে ই থেকে গেছেন তিনি।

এ নিয়ে ইউএনও’র সাথে একাদিকবার কথা বলতে চাইলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button